অদ্য ২৬ জুলাই ২০২৫, বিদ্যালয় পরিদর্শনে আসেন এডহক কমিটির নবনির্বাচিত সভাপতি জনাব আনার কলি আলম মহোদয়। সাথে ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব এ.কে.এম. ফখরুল আলম আরমান মহোদয়, দাতা সদস্য জনাব গোলাম মোস্তফা মিয়া মহোদয়, এডহক কমিটির নবনির্বাচিত অভিভাবক প্রতিনিধি জনাব আবু রায়হান সরকার ও প্রতিষ্ঠাকালীন অভিভাবক প্রতিনিধি জনাব বেলায়েত হোসেন বিলু। শুরুতেই অতিথিবৃন্দদেরকে বিদ্যালয়ের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এরপর ২০২৫ সালের এস এস সি পরিক্ষায় শতভাগ সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সভাপতি মহোদয়ের পক্ষ থেকে মূল্যবান বই উপহার হিসেবে তুলে দেয়া হয়। আলোচনা পর্বে বিদ্যালয়ের সার্বিক চিত্র নবগঠিত কমিটির সামনে উপস্থাপন করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব মোঃ ইয়াকুব সরকার। গুরুত্বপূর্ণ আলোচনা করেন অত্র প্রতিষ্ঠানের সুযোগ্য প্রধান শিক্ষক জনাব হাজী আবদুল মালেক মহোদয়। সভায় আগত সকলেই শিক্ষার গুণগত মান বৃদ্ধির জন্য দিকনির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। সবশেষ প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সকলের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের ধর্মীয় শিক্ষক জনাব সালাহ উদ্দিন।

Copyright © AKMFA High School All rights reserved