প্রধান শিক্ষক, আবদুল মালেক

শিক্ষাই জাতির মেরুদন্ড। কাজেই সবার জন্য শিক্ষা অর্জন করা মানুষের মৌলিক অধিকার। এ অধিকারকে যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে ২০১৯ সালে এ.কে.এম. ফখরুল আলম আরমান উচ্চ বিদ্যালয়ের যাত্রা শুরু। শিক্ষা কোন পণ্য নয়, এটি মানুষের অধিকার। মান সম্মত শিক্ষা দান আমাদের অঙ্গিকার । যুগের, সমাজের, দেশের গন্ডি ছাড়িযে আন্তর্জাতিক পরিমন্ডলে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা একদিন অবদান রাখবে, এই আমার বিশ্বাস। প্রস্তুতির কাজ চলছে, সাজাতে চাই, সাজাতে চাই বিদ্যালয়ের আঙ্গিনা । সহ শিক্ষা কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে বিদ্যালয়ের খেলার মাঠকে বাস্কেট বল সহ অন্যান্য খেলার উপযোগী করে নতুন আঙ্গীকে সাজানো হচ্ছে। শ্রেণি শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে দেশাত্ববোধ জাগ্রত করে যুগোপযোগী করে গড়ে তোলার জন্যে বিদ্যালয়ে চারু ও কারুকলা এবং সংগীত শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে। বিদ্যালয়ের অনগ্রসরমান, আর্থিকভাবে অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদেরকে বিদ্যালয়ের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে। সকল শ্রেণির শিক্ষার্থীদের বাসায় গিয়ে তাদের লেখা পড়ার খোঁজ খবর নেয়ার জন্য মনিটরিং এর ব্যবস্থা করা হয়েছে। শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতন করে গড়ে তোলার জন্য বিভিন্ন কার্যক্রম চলমান। শিক্ষার্থীদের জন্য লাইব্রেরী চালু করা হয়েছে। যেখান থেকে শিক্ষার্থীরা কার্ডের মাধ্যমে বই নিয়ে বাসায় পড়তে পারবে। বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব ও আই সি টি শিক্ষা কেন্দ্র স্থাপিত হয়েছে। এর ফলে শিক্ষার্থীরা যুগের সাথে তাল মিলিয়ে তথ্য - প্রযুক্তির বিষয়ে জ্ঞান লাভ করতে পারবে। বিদ্যালয়ের বেশকিছু শ্রেণি কক্ষকে স্থায়ীভাবে মাল্টিমিডিয়া শ্রেণি কক্ষে উন্নীত করা হয়েছে। শিক্ষক , কর্মচারী ও শিক্ষার্থীদের জন্য জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তর হতে গভীর নলকূপ স্থাপন করে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। শিক্ষার্থীদের উপস্থিতি, অনুপস্থিতি ও রেজাল্টের সার্বিক তথ্য অভিভাবকগণকে প্রতিনিয়ত জানানো হয়। বিভিন্ন জাতীয় দিবস উদযাপনের পাশাপাশি বিভিন্ন দিবস উপলক্ষ্যে শিক্ষার্থীদের দ্বারা দেয়াল পত্রিকা প্রকাশ অব্যাহত রয়েছে। ভর্তি ব্যবস্থা এবং অফিস ব্যবস্থাপনার ক্ষেত্রে আধুনিক তথ্য প্রযুক্তির সংযোজন করা হয়েছে। নিয়মিত অভিভাবক সভার মাধ্যমে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের অবস্থা তুলে ধরা হচ্ছে। বিদ্যালয়ে বনায়নের চেষ্টা চলমান। যোগ্য শিক্ষকমন্ডলী এবং উপর্যুক্ত শিক্ষাদান পদ্ধতির সমন্বয়ে একটি শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য। অভিভাবক যে আস্থা ও বিশ্বাস নিয়ে তাঁদের সন্তানদেরকে আমাদের হাতে অপর্ণ করেছেন। আশাকরি পরিচালনা পরিষদ, এলাকাবাসী ও সম্মানিত অভিভাবকসহ সকলের সার্বিক সহযোগিতায় এই বিদ্যালয়টি তার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে সক্ষম হবে। বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি। শুভেচ্ছান্তে আবদুল মালেক প্রধান শিক্ষক এ.কে.এম. ফখরুল আলম আরমান উচ্চ বিদ্যালয়

Copyright © AKMFA High School All rights reserved