নোটিশ বোর্ড
তারিখ
নোটিশ
লিঙ্ক
১৬ ডিসেম্বর ২০২৫
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। শ্রদ্ধা জ্ঞাপনে এ.কে.এম. ফখরুল আলম আরমান উচ্চ বিদ্যালয়।
১৬ ডিসেম্বর ২০২৫
ভর্তি চলছে! ভর্তি চলছে! ভর্তি চলছে! ২০২৬ শিক্ষাবর্ষে ৪র্থ থেকে ৯ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি চলছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা সরকারি ছুটির দিন ব্যতীত সকাল ১০ থেকে দুপুর ২ টা পর্যন্ত বিদ্যালয়ের অফিস থেকে ভর্তি ফরম সংগ্রহ করে ভর্তি হতে পারবে।
১৬ ডিসেম্বর ২০২৫
আদিয়াবাদ মধ্য পাড়া নিবাসি ”এ. এক. এম. ফখরুল আলম আরমান উচ্চ বিদ্যালয়ে”র উদ্যোক্তা কমিটির সম্মানিত সদস্য জনাব বেলায়েত হোসেন বিলু গত ১০/১২/২০২৫ রাত ১০ ঘটিকায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি, ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনার মৃত্যুতে এ. কে. এম. ফখরুল আলম আরমান শিক্ষা পরিবার গভীরভাবে শোকাহত । আমরা উনার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।
১৬ ডিসেম্বর ২০২৫
অদ্য ০৮ ডিসেম্বর,২০২৫ বিদ্যালয় পরিদর্শনে আসেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর সম্মানিত বিদ্যালয় পরিদর্শক জনাব ড. মোঃ মাসুদ রানা খান। তিনি প্রধান শিক্ষক, সহ.প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের সাথে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, লাইব্রেরি, কম্পিউটার ল্যাব, বিজ্ঞানার ও শিক্ষক-শিক্ষার্থীদের নামাজের স্থান পরিদর্শন করেন এবং সন্তোষ প্রকাশ করেন।
১৬ ডিসেম্বর ২০২৫
https://l.facebook.com/l.php?u=https%3A%2F%2Fyoutu.be%2FCRWwL6GHRoc%3Fsi%3DkZM4zMlt8WBE9Izv%26fbclid%3DIwZXh0bgNhZW0CMTAAYnJpZBExTU85STBRbzg2RFZ6cFhwc3NydGMGYXBwX2lkEDIyMjAzOTE3ODgyMDA4OTIAAR5lcOQ1z4LwCmIf78kPIWQkAuraoQK4MB87N8kRud4aAvfUw9IS18OXuNITig_aem_w2d-8zF_k6s09buaGQsTzg&h=AT1q2LIBmZo6KKduKsiC3N4iWKw0ctMoCOu_SbAq85xPriZhzCoT07a5jUW1ALmD2hcoP2LrKNEEfsinmJNFDErutcHoCesZQggN4lsv0ntpo7H_2MLZYYVucbTEW1vM3kCYih_wQNlRpOXG&__tn__=-UK-R&c[0]=AT1npScUQ_f5BCKkkapksev3mgRlEqeKfW0RcQXX0Pap-1RVdtzG_z66dcGn4qXnN96jPz0cN-mCEe6oRIhCO8lCMvme80tbDvHLCnTXZcYyRvym2ulwM6dzBhu0qNBXxtqk-mShsRHeQWe6HM6dE04kc8GfSAfUYqXiAntnWyb7Quh_Md0rfQWudBYnNE-v80h0Td-KQSZo1t3BX5zYvd29iA
১৬ ডিসেম্বর ২০২৫
আগামী ১২ অক্টোবর সরকারীভাবে ০৯ মাস থেকে শুরু করে ১৫ বছরের কম বয়সী সকল শিশু ও কিশোর-কিশোরীদের টাইফয়েড টিকা দেয়া হবে। এটি একটি দারুণ উদ্যোগ! ❤️ কিন্তু এর বিরুদ্ধে ছড়াচ্ছে কিছু মারাত্মক গুজব, যা মা-বাবাদের খুব ভয় পাইয়ে দিচ্ছে। 😥 আসুন, গুজবগুলো জানি এবং আসল সত্যিটা বুঝি! 📛 কী কী গুজব ছড়ানো হচ্ছে? ❌ “এই টিকা দিলে এলার্জি হয়।” ❌ “এই টিকা দিলে বাচ্চা মা*রা যায়।” ❌ “টিকা নিলে বাচ্চা অসুস্থ হয়ে পড়ে।” ❌ “টিকার কারণে শিশুর ভবিষ্যৎ ক্ষতি হতে পারে।” ❌ “এটা নাকি জনস্বাস্থ্য ধ্বংসের ষড়যন্ত্র!” আসুন, কিছু বিষয় সহজভাবে জেনে নিই: 🎯 টাইফয়েড কেন একটি মারাত্মক রোগ? টাইফয়েড একটি পানিবাহিত রোগ যা দূষিত পানি ও খাবারের মাধ্যমে ছড়ায়। এর ফলে উচ্চ জ্বর, পেটে ব্যথা, দুর্বলতাসহ মারাত্মক স্বাস্থ্যঝুঁকি এমনকি মৃ*ত্যুও হতে পারে। শিশুরা এই রোগে বেশি আক্রান্ত হয়। 🎯 টিকা কেন জরুরি? টিকা হলো এই মারাত্মক রোগ থেকে আপনার শিশুকে রক্ষা করার সবচেয়ে কার্যকরী এবং নিরাপদ উপায়। এটি শিশুর শরীরে টাইফয়েড রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। 🎯 সরকারি টিকা কি নিরাপদ? হ্যাঁ, অবশ্যই। সরকার থেকে যে টিকা দেয়া হয়, তা বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) দ্বারা অনুমোদিত এবং এর কার্যকারিতা ও নিরাপত্তা পরীক্ষিত। লক্ষ লক্ষ শিশুকে সুরক্ষিত রাখার জন্যই এই কর্মসূচি নেয়া হয়েছে। কোনো টিকা গণহারে প্রয়োগের আগে এর নিরাপত্তা অনেকবার যাচাই করা হয়। 🎯 সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া স্বাভাবিক: টিকার পর হালকা জ্বর বা ব্যথা হতে পারে, যা খুবই স্বাভাবিক। এর মানে টিকা কাজ করছে, ভয়ের কিছু নেই। 🎯 আপনার করণীয়: গুজবে কান দেবেন না! 🙏 যেকোনো দ্বিধা হলে সরাসরি ডাক্তার বা স্বাস্থ্যকর্মীর সাথে কথা বলুন। আপনার শিশুর জীবন রক্ষা করাই সবচেয়ে জরুরি। #rushdan #parenting #typhoid #টিকা #baby
১৬ ডিসেম্বর ২০২৫
আই সি টি অলিম্পিয়াড ২০২৫ এ অংশগ্রহণ করে নরসিংদী জেলায় প্রথম স্থান অর্জন করে বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র সৈয়দ মোহাম্মদ ইফাজ। তার এই অভাবনীয় সাফল্যে জন্য এ.কে.এম. ফখরুল আলম আরমান উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।
১৬ ডিসেম্বর ২০২৫
অদ্য ২৬ জুলাই ২০২৫, বিদ্যালয় পরিদর্শনে আসেন এডহক কমিটির নবনির্বাচিত সভাপতি জনাব আনার কলি আলম মহোদয়। সাথে ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব এ.কে.এম. ফখরুল আলম আরমান মহোদয়, দাতা সদস্য জনাব গোলাম মোস্তফা মিয়া মহোদয়, এডহক কমিটির নবনির্বাচিত অভিভাবক প্রতিনিধি জনাব আবু রায়হান সরকার ও প্রতিষ্ঠাকালীন অভিভাবক প্রতিনিধি জনাব বেলায়েত হোসেন বিলু। শুরুতেই অতিথিবৃন্দদেরকে বিদ্যালয়ের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এরপর ২০২৫ সালের এস এস সি পরিক্ষায় শতভাগ সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সভাপতি মহোদয়ের পক্ষ থেকে মূল্যবান বই উপহার হিসেবে তুলে দেয়া হয়। আলোচনা পর্বে বিদ্যালয়ের সার্বিক চিত্র নবগঠিত কমিটির সামনে উপস্থাপন করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব মোঃ ইয়াকুব সরকার। গুরুত্বপূর্ণ আলোচনা করেন অত্র প্রতিষ্ঠানের সুযোগ্য প্রধান শিক্ষক জনাব হাজী আবদুল মালেক মহোদয়। সভায় আগত সকলেই শিক্ষার গুণগত মান বৃদ্ধির জন্য দিকনির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। সবশেষ প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সকলের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের ধর্মীয় শিক্ষক জনাব সালাহ উদ্দিন।
১৬ ডিসেম্বর ২০২৫
১৬ জুলাই-২০২৫, জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি পালন উপলক্ষে ২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার অংশ হিসেবে শিক্ষার্থীদের আঁকা চিত্রকর্ম।
১৬ ডিসেম্বর ২০২৫
১০ জুলাই-২০২৫, এস এস সি পরিক্ষার আনুষ্ঠানিক ফলাফল ঘোষনার পর পরই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উচ্ছ্বসিত মনোভাব লক্ষ্য করা যায়। পরবর্তীতে শিক্ষকবৃন্দ ফলাফল পর্যালোচনা সভায় অংশ নিয়ে বিভিন্ন বিষয়ে মতামত পেশ করেন।
