রায়পুরা উপজেলাবাসীর সেবা নিশ্চিত করতে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন নবাগত ইউএনও

নরসিংদীর রায়পুরা উপজেলাবাসীর শতভাগ সেবা নিশ্চিত করতে স্থানীয় সাংবাদিকদের সহযোগিতা চাইলেন সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর ) বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত রায়পুরায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে পরিচিতি ও মত বিনিময় সভায় তিনি আরো বলেন, তার অফিসসহ উপজেলার সকল দপ্তর-অধিদপ্তরে যেন সেবাগ্রহীতারা কোন ধরনের হয়রানী ছাড়া সেবা নিতে পারেন সে দিকে সু-দৃস্টি রাখবেন এবং উপজেলাবাসী তথা রায়পুরার উন্নয়নে তিনি সাংবাদিকদের সাথে নিয়ে কাজ করবেন বলে জানান। সেই সাথে স্থানীয় সংবাদকর্মীদের মানোন্নয়নের লক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
মত বিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, রায়পুরা প্রেসক্লাবের উপদেষ্টা জয়নুল আবেদীন, মো. মোস্তফা খান, সভাপতি এম. নূরউদ্দিন আহমেদ, ভারপ্রাপ্ত সভাপতি মো. ফরিদ উদ্দিন, রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তৌফিকুল হক, রায়পুরা সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান রিপন, রায়পুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল হক, উপজেলা রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক অজয় সাহা প্রমূখ।
এসময় উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ৯ ডিসেম্বর রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন মো. মাসুদ রানা।